Site icon Jamuna Television

নৌকাডুবিতে কৃষক নিখোঁজ

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ

মানিকগঞ্জ সদরের কালিগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় এক কৃষক নিখোঁজ রয়েছেন। সোমবার দুপুরে সদর উপজেলার পুটাইল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ তোতা মিয়া(৪৫)উপজেলার লেমুবাড়ী গ্রামের মো. বছির উদ্দীনের ছেলে।
স্থানীয় ইউপি মেম্বার আব্দুল বারেক (বাচ্চু) জানান,সকালে তোতা মিয়া ৪ শ্রমিক নিয়ে লেমুবাড়ী চরে ভুট্টা কাটতে যান। দুপুরে ভুট্টা কেটে নৌকা যোগে বাড়ি ফিরছিলেন।কিন্তু পুটাইল খেয়া ঘাটের কাছে স্রোতের কবলে পড়ে নৌকাটি হঠাৎ ডুবে যায়।এসময় সঙ্গে থাকা ৪ শ্রমিক সাতঁরিয়ে তীড়ে ওঠতে পারলেও তোতা মিয়া ডুবে যান।স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান জানান,স্থানীয় চৌকিদারের মাধ্যমে কৃষক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ডুবড়িরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Exit mobile version