Site icon Jamuna Television

ভারতে খেলোয়াড়কে গণপিটুনির ভিডিও ভাইরাল

ভারতের এক খেলোয়াড়কে প্রকাশ্যে গণপিটুনি দেয়া হয়েছে। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের বাঘপথের জাতীয় পর্যায়ের খেলোয়াড় দেবাংশ রানা জানান কয়েকজন যুবকের দাবি তিনি নাকি তাদের এক বন্ধুকে হুমকি দিয়েছেন। আর সেই কারণেই সোমবার রাস্তায় ফেলে তাকে মারধর করা হয়।

খেলোয়াড়ের ভাষায়, আমি তখন কাজে বেরিয়েছিলাম। আচমকাই আমার রাস্তা আটকে দাঁড়ায় চার দুস্কৃতি। তারপরই সবাই মিলে আমাকে বেধড়ক মারতে থাকে। তাদের দাবি আমি নাকি কোনও এক বন্ধুকে হুমকি দিয়েছি। তারই প্রতিশোধ নিতে মারধর করা হচ্ছে। তাদের মধ্যে একজন মোবাইলে ঘটনাটি ভিডিও রেকর্ড করে। তারপর সেটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়।

আহত দেবাংশ রানা পুলিশের কাছে অভিযোগ করেছেন। ইতোমধ্যে চার অভিযুক্তর মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চতুর্থ অভিযুক্তর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Exit mobile version