Site icon Jamuna Television

নরসিংদীতে ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধী নারীকে গণপিটুনি

নরসিংদীর আব্দুল্লাহ বাজারে ছেলেধরা সন্দেহে এক প্রতিবন্ধী নারী গণপিটুনির শিকার হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। আজ রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারীর নাম সালেহা বানু। তার বাড়ি দিনাজপুর।

এবিষয়ে শেখের চর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তানভীর আহমেদ জানান, সালেহা বানু মানসিক প্রতিবন্ধী। তিনি একেক সময় একেক নাম বলছিলেন। এলাকাবাসী সন্দেহ করে তাকে গণপিটুনি দেয়। এক ছেলে ও এক মেয়ে আছে তার। ছেলে ঢাকায় রিকশা চালায় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Exit mobile version