Site icon Jamuna Television

যে পথে মিলন হলো মিজান ও বাছিরের…

ঘুষ নেয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছির। সোমবার (২২ জুলাই) রাতে রাজধানীল দারুসসালামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে দুদকের একটি টিম। পুলিশের বিতর্কিত ও বরখাস্তকৃত ডিআইজি মিজানের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই বাছির নিজেই দুর্নীতির সাথে জড়িয়ে যান। বিশেষ করে, ডিআইজি মিজানের সাথে ঘুষ লেনদেনের অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর বাছিরের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। তদন্তে প্রাথমিক সত্যতা মেলায় বাছির ও মিজানের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এর আগে গত, অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১ জুলাই গ্রেফতার করা হয় মিজানকে।

এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগ ওঠায় গত বছরের জানুয়ারিতে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মিজানকে। এর চার মাস পর মিজানের সম্পদের অনুসন্ধানে নামে দুদক। একবার তদন্ত কর্মকর্তা বদলি করে দ্বিতীয় দফায় খন্দকার এনামুল বাছিরকে দায়িত্ব দেয়া হয়। অনুসন্ধান চলাকালেই মিজান দাবি করেন, বাছির তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। প্রমাণস্বরূপ তাদের কথোপকথনের কয়েকটি অডিও ক্লিপ ফাঁস করেন মিজান। যদিও বাছির সেটিকে ‘ষড়যন্ত্র’ বলে অ্যাখ্যায়িত করেছিলেন।

আলোচিত এই দুনীতি মামলার আদ্যোপান্ত পাঠকদের জন্য তুলে ধরা হলো-

 

Exit mobile version