Site icon Jamuna Television

আবারও ব্লাক আউটের কবলে ভেনেজুয়েলা

আবারও ব্লাক আউটের কবলে ভেনেজুয়েলা। রাজধানী কারাকাসসহ বিদ্যুৎ বিচ্ছিন্ন দেশটির অন্তত ২৪টি রাজ্যে।

অন্তর্জাতিক গণমাধ্যম বলছে, হঠাৎই বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যহত হয় ট্রাফিক নিয়ন্ত্রণসহ অফিস আদালতের সকল কার্যক্রম। এমনকি ভোগান্তির শিকার দেশটির প্রধান বিমানবন্দরের হাজারো যাত্রী। এ ব্লাক আউটের বিষয়ে কোন মন্তব্য করেনি কর্তৃপক্ষ। তবে তাদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে প্রশাসন। দেশটির সরকার এবং বিরোধী দলের মধ্যে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দা অবস্থার মধ্যে গেলো মার্চে দু’ দফা ব্লাকআউট হয় দেশজুড়ে। এতে বন্ধ হয়ে যায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এছাড়া শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ক্ষতিগ্রস্ত নিরাপদ পানি সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থাসহ নানা খাত।

Exit mobile version