Site icon Jamuna Television

ভুল চিকিৎসায় আওয়ামী লীগ নেতার মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর মাতৃছায়া হাসপাতালে ভুল চিকিৎসায় আলী হায়দার (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয় মাতৃছায়া হাসপাতাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ স্বজনরা।
সোমবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হায়দার রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের হাবিব উল্লাহর ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিহত রোগীর স্বজনরা জানায়, বিকাল ৩ টার দিকে স্থানীয় মরকম আলী সর্দার বাড়ীর সামনের দোকানে চা পান করছিলেন আলী হায়দার। এসময় হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে রায়পুর মাতৃছায়া হাসপাতালে ভর্তি করান স্বজনরা। হাসপাতালের চিকিৎসক সৈয়দ সাখাওয়াত হোসেন চিকিৎসা দেন। রোগীর অবস্থার অবনতিতে চাঁদপুর ডায়রিয়া হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে নিহতের বিক্ষুব্ধ স্বজনরা মরদেহ নিয়ে রায়পুরের মাতৃছায়া হাসপাতালে এসে ভাঙচুর চালায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোগীর স্বজন মো. হারুন জানান, স্ট্রোকের রোগীকে ডায়রিয়ার চিকিৎসা দেয়ায় আলী হায়দার মারা গেছে।

এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপক তুহিন চৌধুরী জানান, আলী হায়দার নামে এক ডায়রিয়া রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়। রাতে হঠাৎ অ্যাম্বুলেন্স নিয়ে ১০/১৫ জন লোক এসে হাসপাতাল ভাঙচুর করে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তোতামিয়া জানান, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ এনে স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Exit mobile version