Site icon Jamuna Television

তিনদিনের সফরে কম্বোডিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনদিনের সফরে কম্বোডিয়া গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১ টার দিকে নমপেন পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। সেখানে তাকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি দেয়া হয় লালগালিচা সংবর্ধনা। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও কম্বোডিয়ার সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে। সফরে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে ১১টি চুক্তি ও ৯টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর আগে বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ঢাকা ছেড়ে যায়।

Exit mobile version