Site icon Jamuna Television

বাউল গানে ঢাকা দক্ষিণ সিটিতে ডেঙ্গু সচেতনতা

ডেঙ্গু সচেতনতা তৈরিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি রোডশোর আয়োজন করেছে। এতে বাউল শিল্পীরা গান গেয়ে ডেঙ্গু বিষয়ে নগরবাসীকে সচেতন করছেন।

মঙ্গলবার সকালে চারটি সুসজ্জিত পিকআপভ্যান দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গানের মাধ্যমে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরি করতে বেরিয়ে পড়েন বাউল শিল্পীরা। দিনব্যাপী এ কার্যক্রম চলবে।

এদিকে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে ডেঙ্গু বিষয়ে রোডশোর উদ্বোধনী বক্তৃতায় ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, সার্বিক পরিস্থিতি, আবহাওয়ার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আশা করছি, আগামী সপ্তাহ থেকে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কমে আসবে।

মেয়র আরও বলেন, সিটি কর্পোরেশন সার্বিক শক্তি দিয়ে ডেঙ্গু মোকাবেলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নগর কর্তৃপক্ষ ডেঙ্গু মোকাবেলায় কোনো ফাঁদে পা দেবে না। কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের সব নাগরিককে সঙ্গে নিয়ে পাশে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করবে।

Exit mobile version