Site icon Jamuna Television

‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে যাওয়ার ব্যাখ্যা দিলেন পোপ

মিয়ানমার সফরে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে যাওয়ার ব্যাখ্যা দিলেন পোপ ফ্রান্সিস।  তিনি জানান, শান্তিপূর্ণভাবে সংকট নিরসনে সংলাপের পথ খোলা রাখতেই তাঁর এ কৌশল। মিয়ানমার ও বাংলাদেশে ছয়দিনের সফর শেষে, শনিবার রোমে ফেরার পথে সাংবাদিকদের একথা বলেন পোপ। অবশ্য ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ না করলেও মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর কাছে সমস্যা সমাধানে তার স্পষ্ট ছিলো বলেও উল্লেখ করেন তিনি। তিনি ইঙ্গিত দেন, মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধের ওপর জোর দিয়েছেন তিনি। শুরু থেকেই রোহিঙ্গা সংকট নিয়ে সোচ্চার পোপ ফ্রান্সিস। কিন্তু মিয়ানমার প্রশাসনের চাপে নেইপিদোতে দেয়া ভাষণে ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণে বিরত ছিলেন তিনি। কথা বলেননি রাখাইনে সেনাবাহিনীর নির্যাতন নিয়েও।

Exit mobile version