Site icon Jamuna Television

আজ দেখা যাবে ‘সুপার মুন’

সুপার মুন বা পূর্ণচন্দ্র। রোববার বিশ্বের বেশ কয়েকটি দেশে দেখা যাবে স্বাভাবিকের তুলনায় ১৪ গুণ বড় আর ৩০ শতাংশ বেশি উজ্জ্বল চাঁদ। বিজ্ঞানীরা বলছেন, আগামী সোম, মঙ্গল বা সামনের দু’চারদিন প্রায় একই আকার ও উজ্জ্বলতায় ধরা দেবে চাঁদ। তবে রোববারই পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে উপগ্রহটি তাই দৃশ্যমাণ হবে মহাজাগতিক এই সৌন্দর্য। আজ পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব থাকবে ৩ লাখ ৮৪ হাজার ৪০৪ কিলোমিটার। বাংলাদেশসহ এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশেই দেখা যাবে সুপারমুন। এছাড়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি এলাকায় এই প্রাকৃতিক পরিবর্তন চোখে পড়বে। চলতি বছরে এটাই প্রথম ও শেষ ‘সুপারমুন’। শেষবার ‘সুপারমুন’ দেখা যায় ২০১৬ সালের ১২ ডিসেম্বর।

Exit mobile version