Site icon Jamuna Television

মৌলভীবাজারে গণপিটুনির মামলায় ৩ যুবক গ্রেফতার

মৌলভীবাজার কমলগঞ্জ দেওড়াছড়া চা বাগানে ছেলেধরা সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হওয়ার মামলায় ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগানে গণপিটুনিতে নিহতের মামলায় গতকাল রাতে চা বাগানের বাসিন্দা উজ্জ্বল, বাবুরাম ওরাং, রিপন ওরাং নামের তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

২০ জুলাই রাতে চা বাগানের নিমতলা এলাকায় ছেলেধরা সন্দেহে অজ্ঞাত এক ব্যাক্তি গণপিটুনিতে নিহত হন। এ ঘটনায় ২১ জুলাই পুলিশ বাদী হয়ে অজ্ঞাত তিন থেকে চারশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এদিকে গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে।

Exit mobile version