Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর চোখে সফল অস্ত্রোপচার

যুক্তরাজ্যে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে। সোমবার লন্ডনের একটি হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম আজ মঙ্গলবার বাসসকে জানান, সোমবার বিকেলে লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ আছেন। লন্ডন থেকে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ ফাইলে ডিজিটালি স্বাক্ষর করেছেন বলেও জানান প্রেস সচিব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। নির্দেশনা দিচ্ছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি দূতদের সম্মেলনে এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডনে যান। আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন তিনি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version