Site icon Jamuna Television

বাড্ডায় তসলিমা হত্যা: প্রধান আসামি হৃদয় গ্রেফতার

রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেনু হত্যাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভুলতা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার রাজধানীর বিভিন্ন জায়াগায় অভিযান চালিয়ে রেনু হত্যা মামলায় জাফর, বাপ্পী, শাহিন ও বাচ্চু নামের চার জনকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয়।

এরমধ্যে পুলিশ তিনজনের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন এবং স্বীকারোক্তিমুলক জবানবন্দি শেষে জাফরকে কারাগারে পাঠানো হয়।

গত শনিবার উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্তানের ভর্তির বিষয়ে জানতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেনু। সেখানেই ছেলেধরা বলে সন্দেহ করে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়।

Exit mobile version