Site icon Jamuna Television

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতরা হলো, উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ কামাল ও হোয়াইক্যং নয়াপাড়া আবুল শামার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান । বুধবার (২৪ জুলাই) রাতে টেকনাফের নাফনদী লেদা সিমান্তে এই ঘটনা ঘটে।

বিজিবি-২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. রুবায়াৎ কবীর এ তথ্য নিশ্চিত করেন।

এসময় বিজিবির তিন সদস্য আহত হন। তারা হলেন— মফিজুর রহমান, উজ্জল হোসেন ও ইমরান হোসেন।

মেজর মো. রুবায়াৎ কবীর জানান, ইয়াবা উদ্ধারে অভিযানে গেলে বিজিবি ও ইয়াবা কারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। আহত ব্যক্তিরা সেখানে মারা যান।

তিনি আরও জানান, ‘ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Exit mobile version