Site icon Jamuna Television

গণপিটুনি রোধে কঠোর অবস্থানে সরকার: ওবায়দুল কাদের

গণপিটুনি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গুজব রোধে জনসচেতনতা তৈরি করতে দলীয়ভাবে নির্দেশনা দেয়া হয়েছে।

সচিবালয়ে সমসাময়িক নানা বিষয়ে কথা বলতে গিয়ে এসব বলেন ওবায়দুল কাদের।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। তিনি দেশে ফিরে এসে সিদ্ধান্ত নেবেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শিক্ষার্থীদের সড়ক অবরোধ না করার আহ্বান জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধ যথাযথ ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে ওবায়দুল কাদের বলেন, মশা নিধনে কার্যকর ওষুধ ব্যবহার করতে পদক্ষেপ নেয়া হয়েছে।

Exit mobile version