Site icon Jamuna Television

৭ কলেজের অধিভুক্তি বাতিলে আজও ঢাবিতে বিক্ষোভ

সাত কলেজের অধিভুক্তি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ছাত্রলীগ। সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা।

মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণের সময় কলা ভবন, সিনেট ভবন, বিজনেস ফ্যাকাল্টি ও রেজিস্ট্রার ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এসে মিছিলটি শেষ হয়।

Exit mobile version