Site icon Jamuna Television

‘ডাইনি’ অপবাদে মধ্যবয়সী মহিলাকে পিটিয়ে হত্যা

ডাইনি অপবাদে মধ্যবয়স্ক মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের বিহার রাজ্যের নওদা জেলার কোয়ালিঘর গ্রামের ঘটনা এটি। এ ঘটনায় । চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মৃতার স্বামীর দাবি, গতকাল সকালে জল আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। সেখানেই বাঁশ ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। থানা থেকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই মহিলার।

১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মৃতার স্বামী। ঘটনার জেরে বিধান পরিষদে বিক্ষোভ দেখান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি-র সহ সভাপতি রাবড়ি দেবী। নীতিশ সরকার হিংসা রুখতে ব্যর্থ হয়েছে বলে তাদের দাবি। প্রতিক্রিয়া জানিয়েছে বাম দলগুলিও।

Exit mobile version