Site icon Jamuna Television

‘বৈজ্ঞানিক উপায়ে’ অধিভুক্তি সমস্যা সমাধানের আশ্বাস দিলেন ভিসি

আগামী ১৫ দিনের মধ্যে ‘বৈজ্ঞানিক উপায়ে’ সাত কলেজের অধিভুক্তি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান। বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি।

এসময় ভিসি বলেন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজকে যুক্ত করা হয়েছে। এটি সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা সাত কলেজের সুষ্ঠু সমাধান ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষা হয় এমন বৈজ্ঞানিক উপায়ে এটির সমাধান করবেন।

গত তিনদিন ধরে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

অধিভুক্ত ওই সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এদিকে অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করছে সাত কলেজের শিক্ষার্থীরাও।

Exit mobile version