Site icon Jamuna Television

দেশের প্রথম নারী পিপি শামছুন্নাহার বেগম

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাড. শামছুন্নাহার বেগম। বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ নিয়োগ দেয়। এ নিয়োগের মাধ্যমে দেশে প্রথম নারী পিপি হিসেবে দায়িত্ব পেলেন অ্যাড. শামছুন্নাহার বেগম।

এর আগে, অ্যাড. শামছুন্নাহার বেগম সংরক্ষিত আসনের নারী এমপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি, সুনামগঞ্জ সরকারি কলেজের নির্বাচিত ভিপি ছিলেন।

শামছুন নাহার রব্বানী বর্তমানে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।

Exit mobile version