
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলার পদ্মা নদীর দৌলতদিয়া অংশে এক জেলের জালে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ।
বুধবার সকালে দৌলতদিয়া ৬নং ফেরী ঘাটের অদূরে বক্কার হালদারের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান জানান, বুধবার সকালে স্থানীয় জেলে বক্কার হালদার মাছ ধরতে জাল ফেলেন। এ সময় তার জালে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়ে। ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২৭ কেজি ২০০ গ্রাম। পড়ে মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে কিনে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে টাঙ্গাইলের এক ব্যবসায়ীর কাছে ৪৮ হাজার ৯৬০ টাকায় বিক্রি করেন।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply