Site icon Jamuna Television

গণপিটুনিতে নিহত তাসলিমা হত্যার প্রধান আসামি হৃদয় ৫ দিনের রিমান্ডে

বাড্ডায় তাসলিমা হত্যা মামলার প্রধান আসামি হৃদয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আদালতে ১০দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল পুলিশ।

এর আগে সকালে প্রধান আসামি হৃদয় হত্যার দায় স্বীকার করে বলে সংবাদ সম্মেলনে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনের নামও বলেছে হৃদয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী ডিএমপি।

আব্দুল বাতেন বলেন, প্রথমে যে নারী ছেলেধরা গুজব সৃষ্টি করেছিল, সেই নারীকেও শনাক্তের চেষ্টা চলছে।

Exit mobile version