Site icon Jamuna Television

৮৪০ পিস ইয়াবা সহ ছাত্রলীগ নেতা আটক

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুইজনকে ৮’শ ৪০ পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশ।

বুধবার বেলা এগারটার দিকে নগরীর চোদ্দপাই এলাকার সাইন্সল্যাবের সামনে থেকে মতিহার থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শিহাব উদ্দীন অনিক ও নূর ইসলাম অভি ।

পুলিশ জানায়,রাজশাহী নাটোর মহাসড়ক ধরে মোটরসাইকেলযোগে আসছিলো অনিক ও অভি। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশের পেট্রোল টিম তাদের থামায়। পরে তল্লাশি করে ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version