Site icon Jamuna Television

আবারও পানি বাড়ছে দেশের নদ নদীতে, বন্যা পরিস্থিতির অবনতি

উজানে বৃষ্টি আর পাহাড়ি ঢলে আরেক দফা পানি বাড়ছে দেশের প্রধান প্রধান নদ নদীগুলোয়। এতে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

গতকাল সন্ধ্যা থেকেই উত্তরের জেলাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বেড়েছে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের পানি। গতকাল পানির তোড়ে ব্রহ্মপুত্র নদের বাঁধ ভাঙে ময়মনসিংহে। এতে প্লাবিত কয়েকটি গ্রাম। যমুনা নদীর পানি আবারও বাড়তে থাকায় জামালপুরে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

বৃষ্টিপাত ও উজানের ঢলে গাইবান্ধার নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। গত ৪৮ ঘণ্টায় ব্রক্ষ্মপুত্র নদের পানি ১৪ সে. মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৩ সে. মি ও ঘাঘট নদীর পানি ১০ সে. মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২২ সে. মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Exit mobile version