Site icon Jamuna Television

ডেঙ্গু রোগীদের জন্য সিএমএইচে আলাদা ওয়ার্ড চালু: সেনাপ্রধান

ডেঙ্গু রোগীদের জন্য সিএমএইচে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।

দুপুরে আর্মি অফিসার্স ক্লাবে এডিস মশা নিধন কার্যাক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সেনাপ্রধান জানান, সিএমএইচে এখন পর্যন্ত ৪৪৮ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসাধীন আছে আরও ৯৫ জন। তিনি বলেন, চলমান এডিস মশা নিধন অভিযান আরও বেগবান করা হবে। পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান জেনারেল আজিজ আহমেদ।

Exit mobile version