Site icon Jamuna Television

সাভারে পোড়া মবিল প্রক্রিয়াজাতকরন কারখানায় ভয়াবহ আগুন

সাভারে একটি পোড়া মবিল প্রক্রিয়াজাতকরন কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, আগুনে ওই কারখানার বয়লার বিস্ফোরণে দুই দমকল কর্মী আহত হয়েছে। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দিকে সাভারের হেমায়েতপুরের নাসরিন অটোমবিল কারখানায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, একতলা বিশিষ্ট টেনশেডের ওই মবিল প্রক্রিয়াজাতকরন কারখানায় হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সাভার ফায়ার সার্ভিসে খবর দিলে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে রাজধানীর কল্যাণপুর থেকে আরও ১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তত সময়ে কয়েক লাখ টাকার প্রক্রিয়াজাতকন পোড়া মবিল নষ্ট ও পুড়ে যায়। তবে প্রথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Exit mobile version