Site icon Jamuna Television

মাদারীপুরে ওয়ালটনের গাড়ি থামিয়ে ডাকাতি, আহত ২

মাদারীপুরে ওয়ালটনের পণ্যবাহী গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার পান্থাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, ঢাকা থেকে ইলেকট্রিক পণ্যবোঝাই করে ওয়ালটনের একটি গাড়ি বরিশালের দিকে যাচ্ছিল। রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার পান্থাপাড়া এলাকায় পৌঁছালে সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়ি থামায় একদল দুর্বৃত্ত। দেশীয় অস্ত্র ঠেকিয়ে আঘাত করা হয় চালক ও হেলফারকে। এতে দুইজনই গুরুতর আহত হয়। পরে তাদের জিম্মি করে সড়কের পাশের একটি জমিতে নিয়ে গিয়ে বেঁধে রাখে ডাকাতরা। এরপর ডাকাতরা গাড়িতে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন দুইজনকে জমিতে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা জানান, ওয়ালটনের পণ্য লুট করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

Exit mobile version