Site icon Jamuna Television

নার্স করলো অপারেশন, ওটিতেই রোগীর মৃত্যু

হিলি প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে আনাসা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে অপারেশনের সময় রেশমা আক্তার বিজলী নামের এক রোগীর মৃত্যু হয়েছে। এঘটনায় রোগীর চাচা বাদি হয়ে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে ওই ক্লিনিকের নার্স অপারেশনকারী ভুয়া চিকিৎসক ফারজানা ইয়াসমিন জলিকে আটক করেছে পুলিশ। এঘটনায় প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়।

নিহতের স্বজনরা জানায়, রেশমা আক্তার বিজলী রোগী দীর্ঘদিন ধরে জরায়ুতে টিউমার জনিত রোগে ভুগছিলো। গতকাল টিউমার অপারেশনের জন্য বিরামপুরের আনাসা হাসপাতাল এন্ড ডায়োগষ্টিক সেন্টারে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অপারেশন শুরু করে নার্স ফারজানা ইয়াসমিন জলি। ডাক্তার না হয়েও অপারেশন করায় অপারেশন থিয়েটারেই রেশমা আক্তার বিজলীর মৃত্যু হয়।

এঘটনায় হাসপাতালের মালিক ডাক্তার মশিউর রহমনসহ তিন জনকে আসামি করে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ফারজানা ইয়াসমিন জলি আটক হলেও অন্য আসামিরা পলাতক রয়েছে।

Exit mobile version