Site icon Jamuna Television

শাক তুলতে গিয়ে পানিতে ডুবে দুই গৃহবধূর মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নে দুই গৃহবধূ নদী এলাকায় শাক তুলতে গিয়ে গত বুধবার দুপুর থেকে নিখোঁজ হয়। পরে আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল ডোরা সতী নদী থেকে তাদের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন, ওই এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী মোহসেনা বেগম (৫৫) ও আনছার আলীর স্ত্রী রহিমা খাতুন (৫০)। এরা একে অপরের সম্পর্কে জা।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর ২টার দিকে ওই দুই গৃহবধূ বাড়ির পার্শ্বে ডোরা সতী নদী পেরিয়ে পাটক্ষেতে শাক তুলতে যাওয়ার চেষ্টা করে, এরপর তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন আদিতমারী ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে আদিতমারী ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুড়ি দল যৌথভাবে দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই নদীর ভাটি থেকে তাদের লাশ উদ্ধার করে।

Exit mobile version