Site icon Jamuna Television

ফেসবুকে ‘আলবিদা’ লিখে নিখোঁজ, কাপ্তাই লেক থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে নিখোঁজ তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের নিকটবর্তী বড়াদম স্মৃতি মন্দির ওরফে মোরঘোনা ছড়া এলাকার রাস্তার পাশে কাপ্তাই লেকের পানিতে তাদের ভাসমান মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন- শহরের রিজার্ভ বাজারস্থ ১নং পাথরঘাটা ছোটন দেওয়ানজীর ছেলে হিমেল দেওয়ানজী (১৮)। তিনি ঢাকা ক্যামব্রিয়ান কলেজে এইচএসসিতে পড়াশোনা করতেন ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া নটুয়ার টিলার শহীদ তালুকদারের মেয়ে তাহফিমা খানম তিন্নি (১৮)। সে শহরের রাঙ্গামাটি লেকার্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

হিমেল দেওয়ানজী সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস দেয়া আলবিদা। এরপর থেকে নিখোঁজ ছিলো হিমেল।

জানা গেছে, গত ২৩ জুলাই ওই দুই তরুণ-তরুণী শহরের রিজার্ভ বাজার থেকে বের হয়ে নিখোঁজ হয়। তরুণ-তরুণীর ফেসবুক আইডি এবং স্থানীয় বন্ধুবান্ধব থেকে আরও জানা গেছে, দুজনেই প্রেমিক-প্রেমিকা ছিল। দুজনেই কলেজে পড়াশোনা করত।

কোতোয়ালি থানার ওসি মীর জাহেদুল হক রনী জানান, পুলিশ তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।

মামলা নং-১, তারিখ ২৫ জুলাই ২০১৯। তবে প্রতিবেশীরা এবং তরুণ-তরুণীর বন্ধুবান্ধব সবাই বলছে, প্রেমজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে।

Exit mobile version