Site icon Jamuna Television

গাজীপুরে মাদরাসা ছাত্রীকে গলা কেটে জখম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে নবম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে গলা কেটে জখম করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে মাদরাসায় যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। মুহূর্তেই গলাকাটা গুজবে আশপাশের শত শত উৎসুক জনতা আহত ছাত্রীকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমায়। পরে পুলিশের সহযোগীতায় আহত ছাত্রী জান্নাত আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলার পটকা দাখিল মাদরাসার নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী প্রতিদিনিরে মত মাদরাসায় যাওয়ার সময় পটকা গ্রামের খোকনের বাড়ির পাশে পৌঁছলে দুর্বৃত্তরা ওই ছাত্রীর গলায় ধারালো ছুরি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়।

শ্রীপুর উপজলো সহকারি কমশিনার (ভূমি) মো.শামসুল আরেফিন জানান প্রেমের সম্পর্কের কারণে ঘটনাটি ঘটেছে। গলা কাটার বিষয়টি গুজব। এ বিষয়ে উৎসুক জনতাকে শান্ত হতে বলেন তিনি।

Exit mobile version