Site icon Jamuna Television

‘হুজুর, আর পারছি না!’

### জোকস ###

বিয়ে করার খুব শখ ছিলো তালহা সাহেবের। অনেক কাঠখড় পুড়িয়ে এক সময় বিয়েও করে ফেললেন। কিন্তু সংসারের অমৃত সুধা বেশিদিন পান করতে পারলেন না। কেমন যেন তিতা তিতা লাগে। সবকিছু গৎবাঁধা। রাতভর ঘোরাঘুরি নেই, কবিতা নেই। আছে শুধু পেঁয়াজ, রসুন আর আদা। এদিকে, সংসারের প্রতি তার উদাসীনতা দেখে বউ মহাশয়া সন্দেহ করা শুরু করলেন। খোঁচাখুচি থেকে বচসা হয়ে হাতাহাতি পর্যন্ত গিয়ে ঠেকলো। একদিন মনের দুঃখে বনবাসে চলে গেলেন তালহা সাহেব। সেখানেই দেখা পাগলা বাবার সাথে।

তালহা সাহেব বাবার পদতলে গিয়ে পড়লেন। ‘হুজুর, আর পারছি না!’
পাগলা বাবা: কী হয়েছে রে বৎস? খুলে বল দেখি।
তালহা সাহেব: বউয়ের নির্যাতনে ঝামা হয়ে গেলাম। কোনো তাবিজ-কবচ দেন দয়া করে…
পাগলা বাবা: পাগলায় কয় কী কী? সেই তাবিজ জানা থাকলে কি আর এই জঙ্গলে পড়ে আছি?

Exit mobile version