Site icon Jamuna Television

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন রোহিঙ্গা কিশোর আটক

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাবার উদ্দেশ্যে আসা তিন রোহিঙ্গা কিশোরকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধায় সীমান্তবর্তী সিপি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- নুর মোহাম্মদের ছেলে সৈয়দ আমিন (১১), গণি মিয়ার ছেলে একরাম হোসেন (১২), এবং নুরইসলামের ছেলে ইউনুস আলী (১৬)। এরা সকলেই উখিয়ার পুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকে।

হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আটককৃত তিন কিশোর কাজের সন্ধানে ভারতে যাবার উদ্দেশ্যে কক্সবাজারের পুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে বাস যোগে হিলিতে আসে। বৃহস্পতিবার সন্ধায় সীমান্তবর্তী সিপি রোড এলাকায় ঘুরাঘুরি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে সিপি রোড এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত রোহিঙ্গা কিশোরদের আদালতের মাধ্যমে কক্সবাজারের পুতুপালং রহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version