Site icon Jamuna Television

একই দলে খেলবেন সাকিব-কোহলি-আমির !

এবার এক দলের হয়ে মাঠ কাঁপাতে যাচ্ছেন বর্তমান সময়ের তারকা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলি ও পেস স্টার পাক বোলার মোহাম্মদ আমির।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আগামী বছর ১৮ ও ২১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া অলস্টার এশিয়া বনাম বিশ্ব একাদশের ম্যাচেই একই দলে দেখা যাবে এই তারকাদের।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ২০২০ সালের মার্চে অলস্টার এশিয়া তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান খেলবে বিশ্ব একাদশের বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হবে বিশ্ব একাদশ।

এরইমধ্যে এই ম্যাচ আয়োজনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) অনুমোদন দিয়েছে।

Exit mobile version