Site icon Jamuna Television

ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজন চিকিৎসকের প্রাণ গেলো। গতরাতে তানিয়া সুলতানা নামের এই চিকিৎসক মারা যান।

ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা তানিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার প্রথমে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তাকে স্থানান্তর করা হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। ডেঙ্গু শক সিনড্রোমের কারণে, বৃহষ্পতিবার রাত দশটার দিকে মারা যান তিনি। ডা. তানিয়া সুলতানা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট ২ এর শিক্ষার্থী ছিলেন। এর আগে, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন হাজরা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।

Exit mobile version