Site icon Jamuna Television

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। আগামী ১১ বা ১২ আগষ্ট কে সম্ভাব্য ঈদ ধরে আগাম টিকিট বিক্রি শুরু করা হয়েছে।

সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে পরিবহন কোম্পানিগুলো। খুলনা, বরিশালসহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে দেয়া হচ্ছে। পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাবে।

এসময় কর্মকর্তাগণ জানান,বরাবরের মতো এবারও সরকার নির্ধারিত দামেই টিকিট বিক্রি হবে। কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে, সেজন্য বাস কোম্পানিগুলোকে ভাড়ার তালিকা দিতে বলা হয়েছে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন, তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version