Site icon Jamuna Television

লস অ্যাঞ্জেলসে বাবা-ভাইসহ চারজনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গুলি চালিয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি আরও দুইজনকে হত্যার দায়ে আটক হয়েছেন এক তরুন। বৃহস্পতিবার, টানা ১২ ঘণ্টা নিরাপত্তা বাহিনীর সাথে চলে গোলাগুলি। এতে আরও দু’জন আহত হন।

পুলিশ জানায়, আটককৃত তরুন ২৬ বছরের গ্যারি ডিন যারাগোজা। রাজ্যটির ক্যানোগা পার্ক এলাকায় নিজ বাড়িতে বাবা ও ভাইয়ের ওপর হামলা চালায় সে। গোলাগুলিতে গুরুতর আহত হন তার মা। বাইরে এসেই একটি গ্যাস ফিলিং স্টেশনে চড়াও হন এই মার্কিনী। তাতে, ঘটনাস্থলেই প্রাণ হারান আরও দু’জন, আহত হন অপর মার্কিনী।

যারাগোজা স্থানীয় একটি ব্যাংক লুটের চেষ্টা চালায় বলেও জানায় পুলিশ। অবশ্য, সেখানে কেউ হতাহত হয়নি; নিতে পারেনি কোন অর্থ। পরে, পুলিশের সাথে গোলাগুলির একপর্যায়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়। হামলার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

Exit mobile version