Site icon Jamuna Television

ডেঙ্গুতে আক্রান্তের কাল্পনিক সংখ্যা দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত থাকুক এক শ্রেণীর মানুষ তা চাইছে না। তারা বিশৃঙ্খলা, বিভ্রান্তি ছড়াতে চাইছে। গুজব ছড়াতে চাইছে।

তিনি আরো বলেন, যারা ডেঙ্গুর সংখ্যাকে সাড়ে তিন লক্ষ বলছে, কাল্পনিক সংখ্যা দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, ছেলেধরার গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না। বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।

এসময় মেয়র বলেন, ডেঙ্গু বিষয়ে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক নজর রাখছেন, দিক নির্দেশনা প্রদান করছেন। তার নির্দেশনায় সরকারের সকল বিভাগ কাজ করে চলেছে। দক্ষিণ সিটি সর্ব শক্তিতে কাজ করছে। অচিরেই মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা করতে পারবো। শিক্ষার্থী, শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে সচেতন করবে।

সাঈদ খোকন বলেন, চলমান কর্মসূচিতে স্কুলগুলোকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সে নির্দেশনা দেয়া হয়েছে। দক্ষিণ সিটি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে এরোসোল স্প্রে দেয়া হবে।

Exit mobile version