Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় ৫৪৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত

হাসপাতালগুলোতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায়, প্যাথলজি বিভাগে রক্ত পরীক্ষার ভিড় বাড়ছে। কোনো হাসপাতালেই বেড খালি নেই। অনেক হাসপাতালে বারান্দা-করিডোরেও চলছে চিকিৎসা। গত ২৪ ঘণ্টায় কেবল হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হয়েছেন, ১৫২ জন। এবার ডেঙ্গুর ধরন আলাদা, তাই জ্বর হলে আগেভাগেই ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। সচেতনতার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

Exit mobile version