Site icon Jamuna Television

ভারতের সাথে কোন যুদ্ধেই জয়ী হবেনা পাকিস্তান !

ভারতের বিরুদ্ধে কোন যুদ্ধেই জয়ী হতে পারবেনা পাকিস্তান। এমনকি প্রক্সি যুদ্ধেও পাকিস্তানের জেতার কোন সম্ভাবনা নেই।

শুক্রবার ভারতের প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং এমন দাবি করেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম গ্রেটার কাশ্মীরের।

কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে হওয়া কারগিল যুদ্ধের ২০তম বার্ষিকী উপলক্ষ্যে লোকসভায় দেয়া এক বক্তব্যে এমন কথা বলেন রাজনাথ সিং।

এসময় ১৯৯৯ সালে কারগিলে নিহত সেনাদের স্মরণে শ্রদ্ধা নিবেদেন করেন লোকসভার স্পিকার ওম বিরলা।

এদিকে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত হুশিয়ারি দিয়ে বলেছেন, যদি ভারতের সঙ্গে প্রতিবেশী পাকিস্তান যুদ্ধে লাগতে আসে, তবে তাদের পরাজিত হতে হবে। কাজেই তারা যেন ফের কোনো ভুল রোমাঞ্চে জড়াতে না আসে।

Exit mobile version