Site icon Jamuna Television

৫০ লাখ টাকার ‘বিয়ের প্যাকেজ’ জিততে দৌঁড়াবেন ৩০০ বধূ

বিয়ের চিন্তাভাবনা করছেন? কিন্তু চাচ্ছেন এ সংক্রান্ত বিশাল খরচটা বহন করুক অন্য কেউ! তাহলে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারতো ‘এজি রানিং অব দ্যা ব্রাইডস ৬’ প্রতিযোগিতাটি। তবে হ্যাঁ, তার আগে আপনাকে অবশ্যই থ্যাইল্যান্ডের অধিবাসী হতে হতে। কারণ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে ওই দেশেই।

চীন ভিত্তিক বার্তা সংস্থা সিনহুয়া জানাচ্ছে, আজ রোববরাই অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। তাতে প্রতিযোগী সংখ্যা মোট ৩০০ জন। সবাই নারী; মানে হবু বধু। এদের মধ্যে থেকে দৌঁড়ে যিনি প্রথম হবেন তার জন্য রয়েছে ৫০ লাখ টাকা মূল্য মানের বিয়ের প্যাকেজ। অর্থাৎ, ২ মিলিয়ন থ্যাই বাথ বা ৫০ লাখ টাকা খরচ করা হবে বিজয়ীনীর বিয়েতে। এই ব্যয়ভার বহন করবেন প্রতিযোগিতার আয়োজকরা।

প্রতিযোগিতার নিয়ম হচ্ছে, অংশগ্রহণকারীরা বিয়ের সাদা পোশাক পরে দৌঁড়াবেন। তাদের মধ্যে প্রথমজনের বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব নেবে আয়োজকরা।

Exit mobile version