Site icon Jamuna Television

বিদেশ ভ্রমণকারীদের জন্য সুখবর !

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর নিয়ে এলো বাংলাদেশ কাস্টমস। এখন থেকে বিদেশ ভ্রমণকারীরা প্রত্যেকে নিজের পাসপোর্টের বিপরীতে সর্বোচ্চ ১২ হাজার ডলার এনডোর্স করে নিতে পারবেন।

এরআগে বিদেশে ভ্রমণকারীদের ক্ষেত্রে সার্কভূক্ত দেশগুলো ও মায়ানমারের ক্ষেত্রে ৫ হাজার ডলার ও অন্যান্য দেশের জন্য ৭ হাজার ডলার পর্যন্ত এনডোর্স করা যেতো।

কাস্টমসের এই নতুন নীতিমালা কোন নির্দিষ্ট দেশের জন্য প্রযোজ্য হবেনা বরং সকল দেশের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। তবে বর্তমান নীতিমালায় ১২ বছরের নিচের ভ্রমণকারীদের জন্য ৬ হাজার ডলার পর্যন্ত এনডোর্স করা যাবে। বর্তমান এই নীতিমালায় এনডোর্সের মেয়াদ হবে (ক্যালেন্ডার ইয়ার) এক বছর।

পরিবর্তিত এই নীতিমালা আগামী বছরের জানুয়ারী থেকে কার্যকর হবে বলেও জানা যায়। বিমানবন্দরসহ অন্যান্য চেকপোস্টগুলোতে বাংলাদেশ কাস্টমস এই নতুন নিয়ম বাস্তবায়ন করবে।

বর্তমান নিয়ম অনুসারে ভিসাসহ পাসপোর্ট ও যাতায়াত প্লানের তথ্য দেখালে যে কোন শিডিউল ব্যাংক বা মানি এক্সচেন্জ এই ডলার এনডোর্স করে দিবে।

Exit mobile version