Site icon Jamuna Television

নাফ নদীতে ৩৫ কোটি টাকার ইয়াবা !

কক্সবাজারের টেকনাফে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে স্থলবন্দরের পাশে নাফ নদীর জাইল্লারদ্বীপ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা বলে দাবি করছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট বিএন হায়াত ইবনে সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্থলবন্দরের নিকটবর্তী জাইল্লারদ্বীপ এলাকায় নাফ নদীতে কোস্ট গার্ড বাহিনীর সদস্যরা একটি বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কাঠের বোটকে ধাওয়া করা হলে বোটটি কিছু দূর গিয়ে উল্টে যায় এবং বোটের আরোহীরা নদীরপাড়ে ওঠে জঙ্গলের দিকে পালিয়ে যায়।

‌পরে ভাসমান বোটটি তল্লাশি করে বিভিন্ন বস্তা থেকে ৭ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারিদেরকে ধাওয়া করা হলেও তাদের আটক করা সম্ভব হয়নি। ভাসমান ওই বোট ও ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।’

বাংলাদেশ কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ সোহেল রানা বলেন, এটিই হচ্ছে এ বছরের কোনো বাহিনীর সবচেয়ে বড় চালান। এর আগেও আমরা বিভিন্নভাবে ইয়াবাসহ মাদক উদ্ধার করেছি, কিন্তু এত বিশাল চালান উদ্ধার করা সম্ভব হয়নি।’

Exit mobile version