Site icon Jamuna Television

এবার ছেলেধরা সন্দেহে আটক জ্যোতিষী !

ঝাড়ফুঁক করতে গিয়ে এবার ছেলে ধরা সন্দেহে আটক হলেন এক জ্যোতিষী।

বৃহস্পতিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেশবা গ্রামে অনাথ চক্রবর্তী নামে এক জ্যোতিষীকে আটক করে এলাকাবাসী। এসময় জনতার রোষ থেকে বাচতে জ্যোতিষী একটি বাড়িতে আশ্রয় নিলে তাকে ছিনিয়ে নিতে সেই বাড়িও ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জ্যোতিষী অনাথ চক্রবর্তী পুটিমারী ব্রাহ্মণপাড়া গ্রামের অমরিকা চক্রবর্তীর ছেলে।

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ জানান, আটককৃত কবিরাজ ঝাড়ফুঁক করতে এক বাড়িতে গেলে এলাকার লোকজন ছেলেধরা সন্দেহে তাকে আটক করে। তার ব্যাগে রাশিফল গণনার পঞ্জিকা ও কড়ি পাওয়া গেছে। এলাকায় সে (গণক) জ্যোতিষী হিসেবে পরিচিত হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

Exit mobile version