Site icon Jamuna Television

কাশ্মীরি যোদ্ধাদের অস্ত্র ত্যাগের আহ্বান ভারতীয় সেনাপ্রধানের

কাশ্মীরি স্বাধীনতাকামীদের প্রতি ভারতের বিপক্ষে অস্ত্র ছেড়ে নিজেদের পরিবারের দেখাশুনা করতে বলেছেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। খবার গ্রেটার কাশ্মীরের।

শুক্রবার কারগিল যুদ্ধের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মরণে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি।

ভারতীয় সেনাপ্রধান বলেন, যেসব কাশ্মীরি তরুণ ভারতের বিপক্ষে অস্ত্র তুলে নেয় তারা কোনভাবেই আর নিরীহ নয়।

এসময় তিনি আরও বলেন, সেনাবাহিনী পরিবারগুলোকে তাদের তরুণদের বিপথগামী হওয়ার পথ থেকে বিরত রাখতে সর্বোচ্চ পরিমাণে সতর্ক করছে, যাতে তারা সশস্ত্র পথ পরিহার করে নিজেদের পরিবারকে সময় দেয়।

তিনি বলেন, কোন পিতামাতাই চায়না তার সন্তান শুধুমাত্র সন্ত্রাসী হওয়ার জন্যই উচ্চশিক্ষিত হবে। বরং তারা চায় সন্তানরা উচ্চশিক্ষিত হয়ে বৃদ্ধ বয়সে পিতামাতার হাল ধরবে।

Exit mobile version