Site icon Jamuna Television

বেনাপোলে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল পৌর এলাকার একটি বাড়িতে শুক্রবার গভীর রাতে দুই নারীকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণলঙ্কার লুট করেছে দূর্বৃত্তরা।

বেনাপোলের ছোটআঁচড়া গ্রামের মাঠ পাড়ার বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ছোট আঁচড়া গ্রামের আমিরুলের স্ত্রী রেকসোনা বেগম ও মেয়ে শ্যামলী আক্তার এবং ভাড়াটিয়া আব্দুল মজিত।

আহত রোকসোনা জানান, গভীর রাতে বাড়ির সিড়িঘরে শব্দ শুনে তারা জেগে উঠি। এর পর পরই কিছু বুঝে ওঠার আগে দরজা ভেঙে মুখোশধারী পাঁচ জন রামদা ও পিস্তল নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে। এর পর আলমারির চাবি চাইলে দিতে অস্বীকার করার পর তারা আমার মেয়ের হাতে কোপ দিয়ে জখম করে। পরে ভয়ে তারা চাবি দিয়ে দেই। ডাকাতরা ঘরে থাকা ৬ ভরি গহনা ও দেড় লাখ টাকা নিয়ে যায় । পরে তারা বাড়ির ভাড়াটিয়ার দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের মারধর করে এবং তাদের ৫ হাজার টাকা ও তিন ভরি গহনাও লুট করে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ মোহাম্মদ মাসুদ করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আটকের জন্য অভিযান চলছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

Exit mobile version