Site icon Jamuna Television

মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার,মাদারীপুর:

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাদারীপুর সদরের চরমুগুরিয়া থেকে একটি মাহেন্দ্র রিজার্ভ করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কাঠলিবাড়ি ঘাটে যাওয়ার পথে ঢাকা –বরিশাল মহাসড়কের পাঁচচর এলাকায় দ্রুত গতির কারনে মাহেন্দ্রটি হঠাৎ কাত হয়ে যায় এ সময় মায়ের কোলে থাকা শিশু রোজা(৩) ছিটকে সড়কে পরে যায়। শিমুটির মা ও মাহেন্দ্র চালক কিছু বুঝে ওঠার আগেই চাকার আঘাতে পরে যাওয়া শিশুটির মৃত্যু হয়।

নিহত রোজা চরমুগুরিয়া এলাকার রোমান হাওলাদারের দুই মেয়ের মধ্যে কনিষ্ঠ। রোজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন,’সড়কে মোড় ঘুরতে গেলে ঝাঁকি লেগে শিশুটি কোল থেকে রাস্তায় গেলে মাথা ফেটে যায়। পরে তার মৃত্যু হয়।’

Exit mobile version