Site icon Jamuna Television

এবার ডেঙ্গু কেড়ে নিল ঢাবি শিক্ষার্থীর প্রাণ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন।

শুক্রবার রাত ৯টায় রাজধানীর স্কায়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন স্বাধীন।

এরআগে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল অবস্থার অবনতি হলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা রাজধানীর স্কায়ার হাসপাতালে স্থানান্তর করলে সেখানেই মৃত্যুবরণ করেন স্বাধীন। স্বাধীনের গ্রামের বাড়ি ঠাকুরগাও জেলায়।

স্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনে ফিন্যান্স বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

Exit mobile version