Site icon Jamuna Television

বিয়ের অনুষ্ঠানে যাবার পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

সিলেটে একটি বিয়ের অনুষ্ঠানে যাবার পথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মা-মেয়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামের আমীর আলীর স্ত্রী আসমা বেগম (৩০) ও তার মেয়ে আনিসা হাবিবা (৩)।

এ সময় নিহত আসমার আরেক মেয়ে জান্নাত (১৬) গুরুতর আহত হয়েছেন। অপর আহতরা হলেন- শাহনাজ (৩৫) ও খায়রুন নেসা (৩০)।

যুগান্তরকে এ সব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল।

তিনি জানান, বরযাত্রীবাহী মাইক্রোবাসটি সিলেটের জালালাবাদ থানার যুগীরগাঁও গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলায় যাচ্ছিল। লালাবাজারে পৌঁছলে উল্টো দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

Exit mobile version