Site icon Jamuna Television

হার্ট ও কিডনির জন্য গোবর ও গোমূত্র উপকারী !

হার্ট ও কিডনিসহ সারা শরীরের জন্য গরুর গোবর ও গোমূত্র উপকারী। সম্প্রতি বিজ্ঞানীরাও এই বক্তব্য সমর্থন করেন।

এমন কথাই জানালেন ভারতের উত্তরাখণ্ডেরে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

তিনি আরো বলেন, গরু আমাদের অক্সিজেন দেয় একইসাথে গরুর সংস্পর্শে যক্ষ্মা রোগও ভালো হয়ে যায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওতে ত্রিবেন্দ্রকে এই কথাগুলো বলতে শোনা যায়।

এরআগে ভারতের দেরাদুনের একটি অনুষ্ঠানে তিনি বলেন, শ্বাসকষ্টের সমস্যাও সারিয়ে দিতে পারে গরু।

এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এটা মানুষের বিশ্বাস। আর মানুষের বিশ্বাসের কথাই তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। কোনো মুমূর্ষু রোগী গরুর কাছাকাছি থাকলে তার দ্রুত আরোগ্য হবে।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, গরু মিথেন ত্যাগ করে, যা ওজোন স্তরের জন্য মোটেই ভালো নয়। আর টিবি নিরাময়ের জন্য ছাগলের দুধ খাওয়া ভালো।

Exit mobile version