Site icon Jamuna Television

বসত ঘরে মিললো সাড়ে ৪ হাত লম্বা গোখরা!

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলা সদরের টার্মিনাল এলাকায় ট্রাক চালক মোঃ ওম্বার এর বসত ঘরে বিশাল আকৃতির সাড়ে চার হাত লম্বা বিষধর গোখরা ধরা পড়েছে। শুক্রবার রাত ১২টার দিকে সদরের দাদশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোপিনাথদিয়া গ্রামের হঠাৎপাড়া এলাকা থেকে সাপটি ধরে জেলার খ্যাতনামা সাপুড়ে লিটন সরদার।

সাপুড়ে লিটন জানান, সংবাদ পেয়ে ওই বাড়িতে গিয়ে তাদের বসত ঘরের মধ্যে লুকিয়ে থাকা খয়েরী রংয়ের গোখরা সাপটি ধরি। সাপটি সাড়ে চার হাত লম্বা এবং সম্পূর্ণ বিষধর। বর্ষার এই মৌসুমে সাপের আনাগোনা বেড়ে যায়। তাই সবাইকে বলবো বাড়ি ঘর সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন।

Exit mobile version